কুইজে অংশ নিন, জিতুন স্মার্টফোন
কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েই স্মার্টফোন কিংবা কোনো কোচিং সেন্টারে বিনামূল্যে কোর্স করার সুযোগ পাওয়া অনেকটা রথ দেখা, কলা বেচার মতো। পাঠকদের জন্য সেই সুযোগই করে দিচ্ছে এনটিভি অনলাইন। কুইজে অংশ নিন (www.ntvbd.com/contest/saifurs-university-admission-quiz) এই ঠিকানায়।
কুইজে অংশ নিয়ে এনটিভি অনলাইনের পাঠকরা দুটি পর্যায়ে পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন। প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন বিকেল ৫টার মধ্যে কুইজে অংশ নিয়ে একজন পাঠক পেতে পারেন ১৬ গিগাবাইট পেনড্রাইভ, এক বছরের ওয়ারেন্টিযুক্ত একটি হেডফোন ও ২০০ টাকার মোবাইল ব্যালেন্স। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে ওই পুরস্কারগুলো দেওয়া হবে। এ ছাড়া মাসশেষে গ্র্যান্ড বিজয়ী হওয়ার সুযোগও পাচ্ছেন কুইজে অংশগ্রহণকারীরা। সে ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় বিজয়ী পাবেন একটি করে সিম্ফনি স্মার্টফোন ও সাইফুরস-এ ফ্রি কোর্স অফার। আর তৃতীয় বিজয়ী পাবেন সাইফুরস-এ ফ্রি কোর্স করার সুযোগ।
প্রতিযোগীদের যা জানতে হবে
১. আপনার পূর্ণ নাম, মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে সাবমিট করতে হবে।
২. শুধু বাংলাদেশে বসবাসকারীরাই কুইজে অংশ নিতে পারবে।
৩. প্রতিদিন বিকেল ৫টার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
৪. পুরস্কারের বদলে নগদ কোনো অর্থ দেওয়া হবে না।
৫. পুরস্কার গ্রহণ করতে বিজয়ীদের নিবন্ধিত মোবাইল নম্বরটি সচল রাখতে হবে।
www.ntvbd.com/contest/saifurs-university-admission-quiz