ঢাবিতে আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি করেছে ছাত্রলীগ। সোমবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার পর বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতির পিতাকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং তিনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটার একটি প্রত্যয় ব্যক্ত করতে আমরা এখানে সমবেত হয়েছি।’
উপাচার্য আরও বলেন, ‘জাতির পিতা যে সম্প্রীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের চেষ্টা করেছিলেন তা আরও অর্থবহ হবে, যখন আমরা অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাব।’
মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে ঢাবির বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।