আল-জীবরান দারুল কুরআন একাডেমীর বিজয় উৎসব
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ডেমরা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-জীবরান দারুল কুরআন একাডেমী’র বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা মো. মাহবুবুর রহমানের উপস্থাপনায়, পরিচালক মাওলানা মুহাম্মাদ জহির বিন বাশারের পরিচালনায়, আলহাজ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যিাপক মুখতার আহমাদ, পি.এইচ.পি কুরআনের আলো প্রোগ্রামের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন, বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, এনটিভির সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার সাইফুল্লাহ সাইফ, সিনিয়র অনলাইন এডিটর এমএ তাওহিদ। এছাড়া উপস্থিত ছিলেন মুফতি তাশফিন মাহমুদ রাসেল, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, শেখ মোহাম্মদ জাকির হোসাইন প্রমুখ।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।