তিনঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের আশ্বাসে তিনঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় কোটা বাতিল দাবি ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই লেনেই গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে আসেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিকেলের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষার্থীদের দাবিসমূহ পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র বহাল রাখতে হবে, প্রতিবন্ধী ও উপজাতি কোটা ছাড়া প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সরকারি চাকরিতে সব কোটা বাদ দিতে হবে, অনতিবিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে এবং উল্লিখিত তিন দফা দাবি প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিতে হবে।
নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাস দেখলে দেখা যাবে সংগ্রাম ছাড়া অধিকার পাওয়া যায়নি। তাই আমাদের মহাসড়ক অবরোধ। মেধা দিয়ে যদি চাকরি না পায় তাহলে স্বাধীন দেশে মৌলিক অধিকার কোথায়? পাকিস্তান আমলে বৈষম্যের করণে রাজপথে নেমে স্বাধীনতা অর্জন হয়েছিল। কিন্তু আজও সেই বৈষম্য রয়ে গেছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুলে ধরবো। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তোলে নেন। তবে এ অবরোধে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, কুবি শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।