স্লোগানে-স্লোগানে শাহবাগ অভিমুখে কোটাবিরোধীরা
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও মিছিল নিয়ে যাত্রা শুরু করেছে কোটাবিরোধীরা। 'আপোশ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', হাইকোর্ট না শাহবাগ, শাহবাগ শাহবাগ', 'অ্যাকশান টু অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ'—এমন সব শ্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই আওয়াজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে।
আজ সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারের সামনে থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা মিছিলটি শুরু করে। মিছিলটি শুরু করে সেখান থেকে মধুর ক্যান্টিন হয়ে কলাভবনের সামনে দিয়ে যাত্রা শুরু করে।
এভাবে নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিলটি স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলের সামনে গিয়ে দাঁড়ায়। এখান থেকে সূর্যসেন হয়ে মোহাসীন হলের সামনে দিয়ে ভিসি চত্বরে প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেবে মিছিল।