ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রেক্ষিতে এই বৈঠক বলে জানা গেছে।
আজ সোমবার (১৫ জুলাই) বিকেলে শুরু হয় বৈঠক। সেখানে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।’
এর আগে বিকেল ৩টা থেকে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন।
পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নেন। বিকেল ৪টার পর থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসির সামনে জড়ো হতে থাকে। বিকেল সাড়ে ৪টার সময় দেখা যায়, টিএসসি পুরোপুরি ছাত্রলীগের দখলে।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবির দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ। দোয়েল চত্বর এলাকায় অভিযানে নামতে পারেন বলে অনেকের ধারণা। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্মপুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশ প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।