ইউপি নির্বাচন : কক্সবাজারে বিজয়ী চেয়ারম্যানের ভাগ্নেকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয় ভাঙচুর করে।
নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়াপাড়ার মাস্টার আবুল মুসার ছেলে।
আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের একশ থেকে দেড়শজন সমর্থক গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির কার্যালয় এবং গাউছিয়া মসজিদ ও হেফজখানা এলাকায় হামলা চালায়। নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তাঁর সমর্থকেরা এ সময় সেখানে বিজয় মিছিল করে সমিতির কার্যালয় ও হেফজখানা এলাকায় অবস্থান করছিলেন।এ সময় হেফাজ সিকদারের সমর্থকেরা সমিতির কার্যালয় ভাঙচুর করে এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন আরিফ ও তাঁর বড় ভাই নুর হাবিব তসলিমসহ বেশ কয়েকজনকে ধাওয়া করে। পরে তাঁরা সমিতির কার্যালয়ে আশ্রয় নেন। চশমা প্রতীকের উত্তেজিত সমর্থকেরা হেফজখানা এলাকায় নৌকার প্রার্থী আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমাণ গণী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা হিসেবে লিপিবদ্ধ করে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।