কিশোরগঞ্জ সদরের পাঁচ ইউপিতে স্বতন্ত্র, চারটিতে নৌকা ও একটিতে লাঙল বিজয়ী
কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে স্বতন্ত্র এবং চারটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জিতেছেন। এ ছাড়া লতিবাবাদ ইউনিয়নের স্থগিত একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।
সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন রশিদাবাদ ইউনিয়নের জহিরুল ইসলাম জুয়েল (আনারস), যশোদল ইউনিয়নের ইমতিয়াজ সুলতান রাজন (চশমা), বিন্নাটি ইউনিয়নের শফিকুল ইসলাম শফিক (আনারস), চৌদ্দশত ইউনিয়নের মো. আতাহার আলী ভুইয়া (চশমা) এবং দানাপাটুলী ইউনিয়নের মাজহারুল ইসলাম মাসুদ (অটোরিকশা)।
নৌকা প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন মাইজখাপন ইউনিয়নে আবুল কালাম আজাদ তারু, বৌলাই ইউনিয়নে মো. আওলাদ হোসেন, কর্শাকড়িয়াইল ইউনিয়নে মো. বদর উদ্দিন এবং মারিয়া ইউনিয়নে মজিবুর রহমান হলুদ।
মহিনন্দ ইউনিয়নে লাঙল প্রতীকের বিজয়ী হয়েছেন লিয়াকত আলী।
এ ছাড়া লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। ওই ইউনিয়নের বাকি কেন্দ্রগুলোর প্রাপ্ত ফলাফলে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক এক হাজার ৪০০ ভোটে নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।