চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচনে নৌকার জয়
চট্টগ্রাম ৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর জিমনেশিয়াম মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ পেয়েছেন পাঁচ হাজার ৮৯ ভোট।
এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
এ আসনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২। নির্বাচনে ১৪ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে ফল ঘোষণার সময় জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনে পাঁচ জন প্রার্থী অংশ নেন। নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবিতে নির্বাচন বর্জন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ।
নোমান আল মাহমুদ বিজয়ী হওয়ার পর এলাকাবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জাতীয় সংসদে এলাকার উন্নয়ন ও কালুরঘাট সেতু নির্মাণের কাজ শুরুসহ নানা সমস্যা সমাধানে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। পুলিশের পাশাপাশি নির্বাচনে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন।
গত ৫ ফেরুয়ারি সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।