ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ
ঠাকুরগাঁও-৩ শূন্য আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল) উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার (১ ফেব্রয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ভোটগ্রহণ শেষ হয়।
ব্যালট পেপারের থেকে ইভিএমে ভোট অনেক সহজ বলে বেশিরভাগ ভোটার সন্তোষ প্রকাশ করলেও আঙুলের ছাপ অস্পষ্ট থাকায় ভোট দিতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন ভোটার। আর ভোট সুষ্ঠু বলে দাবি করেছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টরা। এই আসনে মোট ১২৮টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রাজ্জাক জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১৯০টি। সাড়ে ৮টায় ভোট শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত মাত্র ১৩ জন ভোট দিয়েছেন। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। ভোটগ্রহণ শেষে এই কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট প্রদান হয়েছে।
রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা স্বপন কুমার সরকার নামে একজন জানান, তিনি ব্যালটের থেকে ইভিএমে ভোট দিয়ে বেশ শান্তি পেয়েছেন। ইভিএমে সহজে ও দ্রুত সময়ে ভোট দেওয়া যায়। একই কথা জানান, ভোট দিতে আসা নুরুজ্জামান, রণজিত বসাক, সুজন রায়সহ আরও অনেকে।
রাণীশংকৈল গোগড়, ঝাড়বাড়ি গ্রামের ভোটার মো. সুবান আলী জানান, তারা ভোট দেওয়ার উদ্দেশে বাড়ির পাশে গোগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একাধিকবার গিয়েছিলেন। কিন্তু অনেক চেষ্টার পরেও ভোট দিতে পারেননি।
এদিকে, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ ও ১৪ দলের শরিকদল ওয়ার্কার্স পাটির হাতুরি মার্কার ইয়াসিন আলি।
লাঙল মার্কার প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবহাওয়াজনিত কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে ভোটাররা এবার লাঙল মার্কায় ভোট দেবে।’
হাতুরি মার্কার ইয়াসিন আলি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটাররা আমাকে বেছে নিয়েছেন, আমাকেই ভোট দিয়েছেন।’
ঠাকুরগাঁও-৩ আসনের রিটার্নিং অফিসার ও রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘নির্বাচনি এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে।’