পঞ্চগড়ে সাত ইউপিতে স্বতন্ত্র ও ছয়টিতে নৌকা বিজয়ী
তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারী উপজেলার ১৫ ইউপিতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র সাত জন, আওয়ামী লীগের ছয় জন, জাতীয় পার্টির এক জন এবং জাসদের এক জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ তিন জন, স্বতন্ত্র চার জন, জাতীয় পার্টির এক জন এবং জাসদের এক জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন—অমরখানা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান নুরু পাঁচ হাজার ৫৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মবিন উদ্দীন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৪৮ ভোট।
পঞ্চগড় সদর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আল ইমরান খান ছয় হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম প্রধান আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৩১ ভোট। আর, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট।
সাতমেরা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রবি সাত হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী আতাউর রহমান খান পেয়েছেন ছয় হাজার ৯১৯ ভোট। আর, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফজলুল হক নৌকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৩৮ ভোট।
গরিণাবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন দিপু বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুবেন শর্মা পেয়েছেন চার হাজার ৪০ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯৭৫ ভোট।
মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জ্যোতিষ চন্দ্র রায় বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭২৫ ভোট।
হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী ইসমাইল হোসেন মেম্বার বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ১৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৬৭ ভোট। আর, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মুসা কলিমুল্লাহ পেয়েছেন তিন হাজার ২৭১ ভোট।
হাড়িভাসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিকশা প্রতীকের সদ্য সাবেক চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো. মনির হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৩৬ ভোট।
কামাত কাজল দীঘি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তোফায়েল প্রধান বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন চার হাজার ৩৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৫৮ ভোট। আর, স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান মো. মোজাহার আলী চশমা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯৯২ ভোট।
চাকলাহাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন চার হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নাজির হোসেন আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯০৫ ভোট। আর, আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল কুদ্দুস নৌকা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৯৩ ভোট।
ধাক্কামারা ইউনিয়নে জাসদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম দুলাল বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৯৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪৬৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান মো. আওরঙ্গজেব আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৭৭ ভোট।
আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের তিন জন, স্বতন্ত্র দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু জাহেদ বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৩০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রশিদুল ইসলাম পেয়েছেন সাত হাজার ১০৩ ভোট।
ধামোর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু তাহের দুলাল বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী কাজী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন পাঁচ হাজার ৪২৩ ভোট।
আলোয়াখোয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোজাক্কারুল আলম কচি বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৪০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতিকের প্রার্থী মো. তৌহিদুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ৬৫১ ভোট।
তোড়িয়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৪৩২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ফজলুল করিম পেয়েছেন তিন হাজার ৯০৬ ভোট।
মির্জাপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদ বেসরকারিভাবে নির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান ওমর আলী নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৮৯৬ ভোট।