পাবনায় নির্বাচনি দ্বন্দ্বে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭
পাবনা সদর উপজেলার মালঞ্চ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বারাদী প্রাথমিক বিদ্যালয়ে ভেতরে নির্বাচনি প্রচারণা কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিরা হলেন সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আবুল কাশেম, সদস্য আব্দুর রাজ্জাক, মালঞ্চ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বগা, একতার হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড মেম্বর আসলাম হোসেন। এদের মধ্যে আমজাদ হোসেনের চোখের আঘাত গুরুতর হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা ন্যাশনাল আই ফাউন্ডেশন হাসপাতালে পাঠান।
আমজাদ হোসেন ও মেম্বার আসলাম হোসেন জানান, আসন্ন নির্বাচনে নৌকার প্রচারণার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। এমন অবস্থায় নজির বাহিনীর ১০ থেকে ১২ জন ক্যাডার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নেতাকর্মীদের ওপর হামলা করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এই সংঘর্ষের ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি, পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’