পাবনায় নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দুই স্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার
চতুর্থ ধাপে অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুন নবী দুলালের প্রতিদ্বন্দ্বী তারই দুই স্ত্রী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নুরুন নবী দুলাল খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ছয় মাস আগে চাকরির মেয়াদ থাকতেও অবসর নেন। আরও ১২ বছর চাকরির মেয়াদ ছিল তার। অবসর নিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নের জন্য জোর চেষ্টা চালান। চতুর্থ ধাপে অনুষ্ঠিত খানমরিচ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। ২৫ নভেম্বর তিনি উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন তার দুই স্ত্রীও মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন নবী দুলাল বলেন, বিশেষ কিছু কারণে নিজের বিপরীতে দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছিলাম। যাতে পরিবারের কেউ একজন চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারি। শেষ পর্যন্ত রিটার্নিং অফিসার আমার মনোনয়পত্র বৈধ ঘোষণা করায় আমি তাদের মনোনয়ন প্রত্যাহার করিয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রুখসানা নাসরিন বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর দুই স্ত্রী ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ব্যবস্থা নিয়েছি। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী ভাঙ্গুড়া উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।