বরিশালে ভোটের লড়াইয়ে তিন ইউপির দুটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মু. আক্তার উজ জামান মিলন ছয় হাজার ৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার প্রার্থী শাহিন হোসেন তিন হাজার ৯৩৩ ভোট এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন এক হাজার ৩৭৫ ভোট।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আওরঙ্গজেব সাত হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরদার মো. ইজাজুল হক আনারস প্রতীক নিয়ে চার হাজার ২৭৬ এবং হাতপাখা প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসাইন এক হাজার ৫৪৯ ভোট পেয়েছেন।
হারতা ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী প্রিন্স বিশ্বাস আনারস প্রতীক নিয়ে এক হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।
এসব তথ্য জানান উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ।
অন্যদিকে, উজিরপুরের বামরাইল ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আলী হাওলাদার ও মুলাদীর বাটামারা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন অশ্রু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।