ব্রাহ্মণবাড়িয়ার ইউপি নির্বাচনে বিজয়ী যাঁরা
ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাতে নির্বাচন কমিশন অফিস থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে আজ সকাল থেকে চতুর্থ ধাপে বিজয়নগরের ১০টি ইউনিয়ন ও আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজয়নগরের ১০টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচজন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, চান্দুরা ইউপিতে এ এস শামীউল হক চৌধুরী (নৌকা), হরষপুরে মো. সারওয়ার রহমান ভুইয়া (নৌকা), সিঙ্গারবিলে মো. মনিরুল ইসলাম (নৌকা), চর ইসলামপুরে মো. দানা মিয়া ভুইয়া (নৌকা) ও পাহাড়পুরে মোহাম্মদ আবুল কালাম (নৌকা)।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন, বুধন্তী ইউপিতে কাজী ছায়িদুল ইসলাম (চশমা), ইছাপুরায় মো. জিয়াউল হক বকুল (আনারস), চম্পকনগরে মো. আনোয়ার হোসেন চৌধুরী (দুটি পাতা মার্কা), পত্তনে মো. তাজুল ইসলাম (ঘোড়া) ও বিষ্ণুপুরে মো. জামাল উদ্দিন (চশমা) প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে আখাউড়া উপজেলায় দলীয় প্রতীক ছাড়াই পাঁচটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যনরা হলেন, মনিয়ন্দ ইউপিতে মো. মাহবুবুল আলম চৌধুরী (অটোরিকশা), ধরখারে মো. সফিকুল ইসলাম (মোটরসাইকেল), মোগড়ায় আব্দুল মতিন (চশমা), আখাউড়া উত্তরে মো. শাহাজাহন (টেলিফোন) ও আখাউড়া দক্ষিণে মো. জালাল উদ্দিন (আনারস)।