রাজশাহীর চারঘাটে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা
রাজশাহীর চারঘাটে আজ রোববারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন বিজয়ী হয়েছেন। অপর দুটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আজ রাতে বেসরকারি ফলাফলে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন চারঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের ফজলুল হক, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়নে হাসানুজ্জামান মধু ও শলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপজেলার ইউসুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাখন ঘোড়া প্রতীকে এবং নিমপাড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি সমর্থক) মিজানুর রহমান চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে উপজেলার ছয়টি ইউনিয়নে দু-একটি বিশৃঙ্খল ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবসহ নয়জনকে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। দুপুরের দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী ভোটকেন্দ্রে কয়েকজন যুবক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে সেখান থেকে নয়জনকে আটক করা হয়েছে।