শৈলকুপায় নৌকা প্রতীকের বাইক বহরে হামলা, আহত ৭
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাবদার হোসেন মোল্লার মোটরসাইকেল বহরে এ হামলার ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের প্রার্থী সাবদার হোসেন মোল্লার অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লার সমর্থকরা এ হামলা করেছে। এ সময় আহত হয়েছে অন্তত সাতজন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের ১০টি মোটরসাইকেলে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে চার-পাঁচজন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।