ঢাকা-১৭ আসনে জাপার প্রার্থী আনিসুর বিএসসি পাস
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির মনোনীত সিকদার আনিসুর রহমানের প্রার্থীতা বৈধতা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হলফনামা অনুযায়ী তিনি বিএসসি পাস। যদিও তার বিরুদ্ধে এখনও তিনটি মামলা চলমান। আরও দুটি মামলা আপোষের ভিত্তিতে ও বাদী অনুপস্থিতির কারণে মামলা হয়েছে খারিজ। এসব মামলায় রয়েছে চাঁদাবাজি, অপহরণ, চেক প্রতারণা, অর্থ প্রতারণা, জালজালিয়াতি, হত্যার হুমকির অভিযোগ।
ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী এসব তথ্যের পাশাপাশি জানা গেছে, সিকদার আনিসুর রহমান বাসা ও দোকান ভাড়া থেকে বছরে এক লাখ ৮০ হাজার টাকা এবং ব্যবসা থেকে ১২ লাখ ও অবসরভাতা হিসেবে এক লাখ ২০ হাজার ১৮৩ টাকা আয় করেন। তার স্ত্রী বাসা ও দোকান ভাড়া থেকে বছরে দুই লাখ চার হাজার টাকা আয় করেন।
এ ছাড়া আনিসুর রহমারে হাতে আড়াই লাখ টাকা নগদ রয়েছে। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫৫ লাখ ৯৪ হাজার ৪৯৮ টাকা তার জমা রাখা আছে। বাস, ট্রাক, মরটগাড়ি ও মোটরসাইকেল খাতে আনিসুর ১৭ লাখ টাকার হিসাব দেখিয়েছেন। তার স্ত্রীর হাতে নগদ টাকা রয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জমা রাখা আছে।