নৌকায় ভোট দিতে ভোটাররা প্রস্তুত হয়ে বসে আছে : মোহাম্মদ এ আরাফাত
নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটাররা প্রস্তুত হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর মানিকদী কালিবাড়ী, মাটিকাটা, ইসিবি চত্ত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমরা সবাই বৃহত্তর আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে।’ তিনি বলেন, ‘বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।’
আরাফাত বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে যে লড়াইয়ের মধ্যে আছি, সে লড়াইটা কী? নির্বাচন করছি বটে, তবে আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।’
নৌকার প্রার্থী আরও বলেন, ‘আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করা।…আমাদের স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এ বি এম মাজাহারুল আনাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।