মুন্সীগঞ্জের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন যারা
মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিভিন্ন দলের প্রার্থীরা উৎসবের আমেজে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হওয়ার কথা থাকলে মূলত দুপুর দিকে মনোনয়ন ফরম জমা দিতে আসেন প্রার্থীরা।
এ সময় প্রার্থীদের সঙ্গে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে দলীয় নেতা ও কর্মী-সমর্থদের উপস্থিতি দেখা গেছে।
মুন্সীগঞ্জ-১ আসনে শ্রীনগর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরী, তৃণমূল বিএনপির প্রার্থী অন্তরা হুদা।
মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সোহানা তাহমিনা। মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদিন। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দিলের ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এই আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মুন্সীগঞ্জ পৌরসভার সদ্য পদত্যাগ করা মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এ ছাড়া এই আসনে জাতীয় পার্টির প্রার্থী অভিনেতা রফিকুল্লাহ সেলিমসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে।