ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ফরিদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। প্রথম দিনে আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
এ আসনের প্রার্থীদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
এ সময় হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র দুই প্রার্থী মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের হলফনামা বাতিল করা হয়। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলনের ফরমে মনোনীত প্রার্থীর ঘরের স্বাক্ষর থাকায় বাতিল বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।
অপরদিকে এ আসনে বিএনএমের প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরের মনোনয়নপত্রে দুটি স্বাক্ষরে কিছুটা অমিল থাকায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে তিনি পুনরায় স্বাক্ষর করে দিলে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
তবে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানান রিটার্নিং অফিসার।
এদিকে বাতিল হওয়া দুই প্রার্থী অভিযোগ করে বলেছেন, ওই আসনের প্রভাবশালী প্রার্থীর প্রভাবে এমন ঘটনা ঘটেছে। তাঁরা বলেন, ‘আমরা দুজনেই এখানে উপস্থিত ছিলাম। আমাদের যদি স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে আমরা সেখানে বসে স্বাক্ষর করে দিতে পারতাম। কিন্তু তা না করে আমাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলেও তাঁরা মন্তব্য করেন। তাঁরা অবিলম্বে আপিল করে এই সমস্যার সমাধান করবেন বলেও জানিয়েছেন।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পাটির মো. আ. রউফ মোল্যা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদারের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
অপর দিকে একই দিন বিকেলে ফরিদপুর দুই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। এ আসনে জমা দেওয়া চার প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাই সঠিক রয়েছে বলে জানানো হয়েছে।