আচরণবিধি লঙ্ঘন : আদালতে ব্যাখ্যা দিলেন স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব
আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্দেশে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুনের আদালতে উপস্থিত হন। পরে তিনি সেখানে লিখিত ব্যাখ্যা প্রদান করেন। লিখিত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আদেশটি পরবর্তীতে জানানো হবে মর্মে সিদ্ধান্ত জানান আদালতের বিচারক।
এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত সোমবার আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফাহমিদা খাতুন লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেন।
কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের লোকজন মুন্সীগঞ্জ পৌরসভাকে নির্বাচনি প্রচার কেন্দ্র বানিয়ে সেখান থেকে পোস্টার, হ্যান্ডবিল বিতরণ এবং সার্বক্ষণিক নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু ও ছাত্রলীগ কর্মী এস এম কিবরিয়া ও নৌকা প্রতীকের সমর্থক শাহ আলম জেলা প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে আমি ক্ষমা চেয়েছি। সেটা আমার ভঙ্গ হোক বা না হোক। ভবিষ্যতে আচরণবিধির লঙ্ঘন ঘটবে না।’