অনুদানে মূলধারার ভালো সিনেমা বিশেষ বিবেচনায় রাখা উচিত : শাকিব খান
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্তির জন্য চিত্রনাট্য জমা ও আবেদনের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। খবরে প্রকাশ, নির্ধারিত সময়ে এবার অনুদান পেতে দেড় শতাধিক চিত্রনাট্য জমা পড়েছে। চিত্রনাট্য জমা দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও জয়া আহসানের মতো তারকা প্রযোজকেরা।
গত ২৮ ডিসেম্বর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমার জন্য অনুদানের আবেদন করেছেন ঢালিউডে এক যুগের বেশি দাপিয়ে বেড়ানো নায়ক শাকিব খান। দেশীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত এ নায়ক ও প্রযোজকের সিনেমা নির্মাণে হঠাৎ সরকারি অনুদানের জন্য আবেদন করতে হলো কেন? এনটিভি অললাইন এমন প্রশ্ন রেখেছিল শীর্ষ এ তারকার কাছে।
শাকিব খান ব্যাপারটা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সরকারি অনুদানপ্রাপ্তির পর কিছু কিছু ছবি সঠিকভাবে নির্মিত হয় না। কোনো কোনো অনুদানপ্রাপ্ত ছবি শেষ করে মুক্তি দিতে বছরের পর বছর লেগে গেছে... আসলে সরকার যে অর্থ অনুদান দিচ্ছে, সেটার সঠিক ব্যবহার হয়ে উঠছে না। বিষয়টি নিয়ে কিছুদিন আগে দেখলাম চলচ্চিত্রের অনেক সম্মানিত ও সিনিয়র ব্যক্তিরাও অভিযোগ প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে।’
ঢালিউড খান সাহেবের অভিমত, ‘আমার মতে, সরকারি অনুদানে ছবি নির্মাণ করতে গিয়ে নয়-ছয় করা কোনোভাবেই উচিত নয়। বরং সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে যথাযথভাবে ছবি বানানো উচিত। এ ক্ষেত্রে দায়িত্বশীল আচরণের পাশাপাশি পেশাদারত্বের পরিচয় দেওয়া উচিত।’
এনটিভি অনলাইনকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক শাকিব খান আরো বলেন, ‘অন্যান্য বারের চেয়ে চলতি বছর একেবারেই অন্যরকম সময়। প্যান্ডামিকের কারণে সিনেমা হলগুলোর অবস্থা একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো। ইতোমধ্যে অনেক হল বন্ধ হয়ে গেছে। পুনরায় সিনেমা হল চাঙা করতে দরকার ভালো মান ও বাজেটের ছবি। সে জন্য আসন্ন অনুদানে মূলধারার ভালো কিছু সিনেমা অনুদান দেওয়ার জন্য বিশেষ বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি।’
শাকিব খান আরো যুক্ত করেছেন, ‘প্যান্ডামিকের কারণে অনেক প্রযোজক ছবি বানানোর সাহস পাচ্ছেন না। অনেকেই লোকসান গুনেছেন। এ অবস্থায় সরকার ও অনুদান প্রদানে জড়িতরা যদি নিয়মিত ভালো ছবি বানানো প্রযোজকদের দিক বিবেচনা করেন, তাহলে অন্তত এই খারাপ সময়েও ভালো ছবি নির্মাণের উৎসাহ আসবে। সবকিছু বিবেচনা করে সরকার ও অনুদান কর্তৃপক্ষের উচিত চলতি বছর ভালো ও নিয়মিত প্রযোজক যাঁরা আছেন, তাঁদের কথা বিবেচনায় আনা।’
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল শাকিব খান। ২০১৪ সালে এসকে ফিল্মস নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমা নির্মাণ করেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন শাকিব খান।