গভীর রাতে বাগদানের খবর জানালেন ফারিয়া শাহরিন
ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন চার বছর প্রেমের পর বাগদান সেরেছেন। আর সেই খবর অন্তর্জালে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি। ঘড়িতে তখন রাত ১১টা ৫৪ মিনিট। এমন সময় ফেসবুকে আংটিবদলের ছবি শেয়ার করে ফারিয়া শাহরিন ক্যাপশন জুড়েছেন, ‘এনগেজড, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’ রাত ১টা ১৯ মিনিটে নিজের আরও দুটি ছবি শেয়ার করে একই খবর জানিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, ফারিয়ার হবু স্বামীর নাম মাহফুজ রায়ান। রাজধানীর ধানমণ্ডি এলাকায় বাস করেন, পেশায় কুরিয়ার সার্ভিস কর্মকর্তা। চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বাগদান সেরেছেন তাঁরা।
গণমাধ্যমকে ফারিয়া শাহরিন জানিয়েছেন, চলতি বছরের শেষে তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০০৭ সালে প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি এনটিভির ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ অভিনয় করছেন।