পিয়ানো বাজিয়ে সেরা চার গান শোনাবেন ১০ শিল্পী
শুধু পিয়ানো বাজিয়ে নিজেদের সেরা চার গান শোনাবেন দেশের প্রথিতযশা ১০ শিল্পী। ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ শিরোনামে গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, শাফিন আহমেদ, তাহসান খান, বাপ্পা মজুমদার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।
ইজাজ খান স্বপনের প্রযোজনায় ব্লুজের ব্যানারে অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেছেন ব্যান্ড তারকা মানাম আহমেদ। ভিডিও পরিচালনায় হিমেল।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মানাম আহমেদ, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। হাতিলের পক্ষে ছিলেন দুই পরিচালক মশিউর রহমান ও শফিকুর রহমান। এ ছাড়া ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ বাস্তবায়নের নেপথ্যে মানাম আহমেদের অনেক শ্রম ও অবদান জড়িত। রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক সব ধরনের গান পিয়ানোতে করার চেষ্টা করা হয়েছে।
‘দ্য পিয়ানো লাউঞ্জ’ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ২ সেপ্টেম্বর থেকে, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।