ফেরদৌসের নায়িকা হচ্ছেন শ্রীলেখা
‘মীর জাফর চ্যাপটার ২’ শিরোনামের একটি কলকাতার সিনেমায় কাজ করছেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও জিয়াউল রোশান। যেখানে ফেরদৌসের নায়িকা কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর রোশানের বিপরীতে কাজ করছেন প্রিয়াঙ্কা সরকার।
নতুন খবর হচ্ছে, এই সিনেমায় ফেরদৌসের বিপরীতে যুক্ত হচ্ছেন আরও এক নায়িকা। তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে শ্রীলেখা মিত্র যে নতুন সিনেমা কথা জানিয়েছেন সেটিই এই সিনেমা। এনটিভি অনলাইনকে এমনটি জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
রানা সরকারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ। এরই মধ্যে প্রথম লটের শুট শেষ হয়েছে দ্রুতই শুরু হবে শেষ লটের শুট। সিনেমায় ফেরদৌসকে দেখা যাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে।