মুখোমুখি প্রভাস-বিজয়, দ্বিগুণ আনন্দ পূজার!
একই দিনে নাকি মুক্তি পেতে চলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা অঙ্গনের দুই বড় তারকা অভিনেতা প্রভাস ও থালাপতি বিজয়ের দুটি সিনেমা। বক্স অফিসের নিরিখে দুই সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষ হলেও দ্বিগুণ আনন্দ উপভোগ করবেন দক্ষিণী ডিভা পূজা হেজ। কেন?
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, পোঙ্গাল উৎসব ঘিরে মুক্তি পেতে যাচ্ছে থালাপতি বিজয়ের সিনেমা ‘বিস্ট’। মুক্তির তারিখ ২০২২ সালের ১৪ জানুয়ারি। এ সিনেমায় বিজয়ের নায়িকা সর্বভারতীয় ডিভা পূজা হেজ। সূত্র বলছে, তত দিনে প্রেক্ষাগৃহ সম্পূর্ণ সক্ষমতা নিয়ে উন্মুক্ত হবে বলে আশা।
যদি এ খবর বিশ্বাস করেন, তবে ওই দিন আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আর সেটি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’। এ সিনেমার নায়িকাও পূজা। একই দিনে, মানে ২০২২ সালের ১৪ জানুয়ারি দুই বড় তারকার সিনেমা মুক্তি আর দুই সিনেমার নায়িকাই পূজা। দ্বিগুণ আনন্দ তো তাঁর হবেই!
‘রাধে শ্যাম’ ও ‘বিস্ট’ ছাড়াও পূজা হেজের হাতে রয়েছে ‘সার্কাস’, ‘ভাইজান’, ‘আচার্য’, ‘মোস্ট ইলিজিবল ব্যাচেলর’সহ বেশ কয়েকটি সিনেমা। পূজা এখন থালাপতি বিজয়ের সঙ্গে চেন্নাইয়ে শুটিং করছেন। দেখা যাক, একই দিনে ওই দুই সিনেমা মুক্তির খবর কতটা সত্য হয়!