সিনেমায় জুটি বাঁধলেন তাহসান ও বাঁধন
‘আ ব্লেসড ম্যান’ শিরোনামে নতুন একটি সিনেমায় জুটি বাঁধলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
অ্যাপল বক্সের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা সাদিক মাহমুদ। অন্তর্জালে সেই খবর জানিয়েছেন নায়ক-নায়িকা দুজনেই।
দ্রুতই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হচ্ছে বলে জানালেও চরিত্র বা গল্পের ধরন নিয়ে কিছু বলেননি ‘আ ব্লেসড ম্যানে’র পাত্র-পাত্রী। বাঁধন শুধু জানিয়েছেন সিনেমাটির জন্য ওজন কমাচ্ছেন তিনি।
এর আগে নির্মাতা সাদিক মাহমুদ ‘লাস্ট ঠাকুর’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি হতে যাচ্ছে পরিচালকের দ্বিতীয় নির্মাণ।