১৩ কেজি ওজন কমিয়ে ‘বুড়ো বয়সে’ সিনেমায় আফরান নিশো
২৩ বছরের ক্যারিয়ার, সেই হিসাবে ‘বুড়ো বয়সে’ সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ৫ মার্চ থেকে শুটে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’, যেটির খবর এনটিভি অনলাইন প্রথম জানিয়েছিল গেল বছরের নভেম্বরে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিনেমাটির মহরতে জানানো হয়েছে, সিলেটে টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে। মুক্তি পাবে চলতি বছরের ঈদুল আজহায়।
প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরতে মজার ছলে নিশো বলেছেন, ‘বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই। সব সময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করবো। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম।প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করি। যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি অ্যাফোর্ড অবশ্যই থাকবে। শুটিং শেষে আরও ভালো অভিজ্ঞতা জানাতে পারবো।’
আয়োজনে নিশো আরও সিনেমার জন্য ৯১ কেজি থেকে নিজের ওজন ৭৮ কেজিতে নিয়ে এসেছেন।
চরকি ও আলফা আই এর যৌথ প্রযোজনায় রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমায় নিশোর নায়িকা হিসেবে থাকছেন তমা মির্জা।