২০০ কোটির চুক্তিকে ‘খুবই সামান্য’ বলছেন বিজয়
গেল পাঁচ বছরে নিজেকে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা হিসেবে প্রমাণ করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্য ইন্ডাস্ট্রিতে তাঁর প্রভাব রয়েছে। অ্যাকশন এন্টারটেইনার ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে বিজয়ের, এতে তাঁর নায়িকা অনন্যা পান্ডে।
এ সিনেমার পরিচালক পুরি জগন্নাথ। প্রথম বারের মতো পুরির সঙ্গে কাজ করলেন বিজয় দেবেরাকোন্ডা। হিন্দি ও তেলেগু ভার্সন হবে এ সিনেমার। ছবির প্রযোজক করণ জোহর।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর, সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, ‘অর্জুন রেড্ডি’ তারকা বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘লাইগার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আর এর জন্য একটি ওটিটি প্ল্যাটফর্ম নির্মাতাদের ২০০ কোটি রুপি প্রস্তাব দিয়েছে। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিজয়।
২০০ কোটির প্রস্তাবের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিজয় টুইটারে লিখেছেন, ‘খুবই সামান্য। আমি প্রেক্ষাগৃহে এর চেয়ে বেশি করব।’
বিজয়ের এই টুইটের পর বোঝাই যাচ্ছে, ‘লাইগার’ ওটিটিতে নয়, মুক্তি পাবে থিয়েটারে। ‘ডিয়ার কমরেড’ ও ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন বিজয়। ৯ সেপ্টেম্বর ‘লাইগার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা আসেনি।