সৃষ্টিশীল কাজে নারী
‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। নারীরা এখন পিছিয়ে নেই। নাট্য প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনা সবই করছেন নারীরা। পরিচালক নুজহাত আলভী আহমেদ, কবি ও প্রযোজক ফারাদীবা ইয়াসমীন গ্লোরী এবং চিত্রনাট্যকার ও পরিচালক বিত্বা রায় দীপা নারী দিবসে কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
নুজহাত আলভী আহমেদ
পরিচালক
প্রশ্ন : কেমন আছেন? আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।
উত্তর : ভালো আছি। আপনাকেও নারী দিবসের শুভেচ্ছা।
প্রশ্ন : একজন নারী পরিচালক হিসেবে কাজ করতে আপনার কেমন লাগছে?
উত্তর : অনেক ভালো। প্রথমে কাজ করতে গিয়ে আমার মনে হতো পরিচালকের মধ্যে নারী-পুরুষের আবার ভেদাভেদ কি? কিন্তু ধীরে ধীরে যখন শুনতে লাগলাম নুজহাত আলভী আহমেদ একজন নারী পরিচালক, তখন খুব আনন্দিত হতাম। পরে বুঝতে পেরেছি পরিচালকের আগে নারী কথাটা যুক্ত হওয়ায় আলাদা একটা গুরুত্ব আছে।
প্রশ্ন : নারী পরিচালক হিসেবে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কি?
উত্তর : এখন পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি।
প্রশ্ন : নারীরা যদি পরিচালনায় আসতে চায়, তাদের কোন দিকে বেশি নজর দিতে হবে?
উত্তর : যদি কেউ সত্যিই কাজ করতে চায় চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা, চেষ্টা, চেষ্টা এবং চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হবে।
ফারাদীবা ইয়াসমীন গ্লোরী
প্রযোজক
প্রশ্ন : একজন নারী প্রযোজক হিসেবে আপনার অনুভূতি কেমন?
উত্তর : আমার খুবই ভালো লাগে।
প্রশ্ন : কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি?
উত্তর : নারী মাত্রই পরিবেশ-পরিস্থিতি তাঁকে দমিয়ে রাখতে চাইবে। কিন্তু নারীদের পরিশ্রম করেই সফল হতে হয়। আমিও সমস্যায় পড়েছি কিন্তু সেটা কাটিয়ে উঠতে পেরেছি।
প্রশ্ন : আপনি তো একজন কবি। কবিতা একজন নারীকে কীভাবে উৎসাহ দিতে পারে বলে আপনি মনে করেন?
উত্তর : কবিতা অনেক শক্তিশালী মাধ্যম। এখন ইলেকট্রনিকের যুগ। কেউ যদি কবিতা পড়ার সুযোগ না পায় তাহলে সে টিভি, রেডিও অথবা ইউটিউবেও কবিতা আবৃত্তি শুনতে পারে। এতে সে অনেক অনুপ্রাণিত হবে।
প্রশ্ন : আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।
উত্তর : আপনাকেও শুভেচ্ছা।
বিত্বা রায় দীপা
চিত্রনাট্যকার
প্রশ্ন : একজন চিত্রনাট্যকারের কাজ আপনি কেমন উপভোগ করেন?
উত্তর : আমি এই কাজটি করতে পেরে গর্ব অনুভব করি। আমার দুটি ছবি ‘রনির শালিক’ ও ‘স্বপ্নঘুড়ি’- দুটির চিত্রনাট্যই আমি লিখেছি।
প্রশ্ন : নারী চিত্রনাট্যকারদের সমাজে ভূমিকা কী রকম?
উত্তর : আমি মনে করি নারীরা নিজেদের বক্তব্য চিত্রনাট্যের মাধ্যমে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। নারীদের দৃষ্টিভঙ্গি দেখার প্রবণতা অনেক গভীর।
প্রশ্ন : বর্তমানে আপনি কী কাজ নিয়ে ব্যস্ত?
উত্তর : আমি মুক্তিযুদ্ধের একটি কিশোর চলচ্চিত্রের চিত্রনাট্য করছি। চিত্রনাট্য লেখা শেষ হলেই পরিচালনা শুরু করব।
প্রশ্ন : আপনাকে নারী দিবসের শুভেচ্ছা।
উত্তর : আপনাকেও।