কলকাতায় ‘ষড়রিপু’ আলোচিত হবে : সোহানা সাবা
প্রথমবারের মতো রুপালি পর্দার দৃশ্যে খুন হলেন অভিনেত্রী সোহানা সাবা। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ ছবিতে প্রথম দৃশ্যেই সোহানাকে খুন হতে দেখা যাবে। ‘ষড়রিপু’ ছবির গল্পে কোটিপতির বউয়ের চরিত্রে অভিনয় করছেন সাবা।
এবারই প্রথমবারের মতো গোয়েন্দা থ্রিলার ছবিতে কাজ করছেন সাবা। কলকাতায় পাঁচদিন শুটিংও করে এসেছেন সাবা। আসছে ২ এপ্রিল আবার পাড়ি দেবেন কলকাতায়।
প্রথম দিন ছবির সেটে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে সাবা বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি তাঁরা আমাকে এত ভালোভাবে গ্রহণ করবে। পরিচালক ও তাঁর বউ সাংবাদিক অদিতি রায় থেকে শুরু করে ইউনিটের সবার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি।’
‘ষড়রিপু’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী সাবা। তিনি জানান, ছবির চিত্রনাট্যই অসাধারণ। এতদিন এ রকম গল্পের জন্যই তিনি অপেক্ষা করেছিলেন। দুই মাস আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য তিনি কলকাতায় যান। তাঁকে দেখে পরিচালক ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মেকআপ কী রকম হবে।
চুল কাটতেও নিষেধ করেছিলেন। তাই সোহানার মেক-আপেও রয়েছে ভিন্নতা। মেক-আপ প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘আমি যেহেতু নাচ করি, নিজেই পোশাকের ডিজাইন নিজেই করি তাই মেকআপটা ভালো বুঝি। আর শুটিংয়ের সময় আমি কিন্তু মেকআপ আর্টিস্টের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকি। তাঁদের মতামত ও সাজ পুরোপুরি গ্রহণ করি। কলকাতার মেকআপ আর্টিস্টরা অনেক পেশাদার।’
‘ষড়রিপু’ ছবিতে সাবাকে কালো, সাদা আর ধসূর রঙের পোশাকে দেখা যাবে। দুই মাস আগে প্রায় চুপিসারে কলকাতায় যান সাবা। এর কারণ তিনি ফাঁকা আওয়াজ দিতে চাননি। ছবির পরিচালক অয়ন চক্রবর্তী ফেসবুকে ছবি দেখেই পছন্দ করেছিলেন সাবাকে। তারপরেই তাঁকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান।
পরিচালক অয়ন মনে হয় সাবার মতোই একজন অভিনেত্রীকে খুঁজছিলেন। কারণ তিন বছর আগে ছবির সব শিল্পী নির্বাচন করলেও এই চরিত্রটির জন্যই তিনি কাউকে খুঁজে পাননি।
সোহান সাবা বাংলাদেশের নাটক এবং চলচ্চিত্রে সুনিপুণ অভিনয় করে সবার হৃদয় জয় করেছেন। ‘ষড়রিপু’নিয়েও অনেক আত্মবিশ্বাসী তিনি। সাবা বলেন, “বাংলাদেশে আমার ভক্তরা তো ছবিটি পছন্দ করবেই। কলকাতাতেও ‘ষড়রিপু’ আলোচিত হবে।”