চিত্রাঙ্গদা হতে ভাবনা যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে চতুর্থ উত্তর আমেরিকা রবীন্দ্র-সম্মেলনের উদ্বোধনী অুনষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শনিবার, ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। বিমানে ওঠার আগে ভাবনা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন, ‘মর্নিং, ট্রাভেলিং টু মিয়ামি, ফ্লোরিডা।’ আজ রোববার দুপুরে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফেসবুক স্ট্যাটাসে ভাবনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ বিদেশের মাটিতে পা রাখার পরপরই তিনি কথা বলেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে পৌঁছে আপনার কেমন লাগছে?
উত্তর : একটু আগে পৌঁছেছি। অনেক ক্লান্ত লাগছে। এখন ঘুমাব। আমি এবারেই প্রথম যুক্তরাষ্ট্রে এসেছি।
প্রশ্ন : চতুর্থ উত্তর আমেরিকা রবীন্দ্র-সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান তো ৪ এপ্রিল হবে। এই কদিন কী করবেন?
উত্তর : অনুষ্ঠানে আমি ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে অংশ নেব। প্রধান চরিত্রে কাজ করছি। তাই দায়িত্বটা একটু বেশি। কাল সকাল থেকে অনুশীলন করব। ব্যাক মিডল স্কুল অব দি আর্টস অডিটরিয়ামে এই রিহার্সেল হবে।
প্রশ্ন : অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন কীভাবে?
উত্তর : যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি আমন্ত্রণ গ্রহণ করলে পরে তারা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেন।
প্রশ্ন : আমন্ত্রিত হয়ে কেমন লাগছে?
উত্তর : বিদেশে আমি নাচের অনেক শো করেছি। এই শোটা অনেক ব্যতিক্রম ও সম্মানজনক। আমার খুবই ভালো লাগছে। অনেক সম্মানিত বোধ করছি।
প্রশ্ন : দেশে কবে ফিরবেন?
উত্তর : আমার ঢাকায় কাজ আছে। তাই শপিং ও ঘোরাফেরা করার সময় পাব না। শো শেষ করেই ৭ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেব।
প্রশ্ন : চলচ্চিত্রের কাজ কবে শুরু করছেন?
উত্তর : অনিমেষ আইচের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শুটিং কবে শুরু হবে, তা এখনো জানি না। ছবিতে আমার বিপরীতে থাকবেন ভারতের অভিনেতা পরমব্রত।