শুটিং সন্দেশ
ঢাকাইয়া সংলাপে মোশাররফের ‘অ্যাভারেজ আসলাম’
মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ হননি, এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করে পেয়েছেন তিনি জনপ্রিয়তা ও সম্মান। চরিত্রের সঙ্গে মানিয়ে তাঁর পোশাক ও সংলাপেও থাকে অনেক চমক। সাগর জাহান পরিচালিত ‘সিকান্দার বক্স’ সিরিজ নাটকে নামভূমিকায় দুর্দান্ত অভিনয় করে সবার দৃষ্টি নতুনভাবে আকর্ষণ করেছিলেন মোশাররফ করিম। সিকান্দার বক্সের পরিবর্তে সাগর জাহান তাঁর নতুন ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘অ্যাভারেজ আসলাম’-এর শুটিং গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু করেছেন। শুটিং আরো বেশ কিছুদিন চলবে। এই নাটকেও নামভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। ‘সিকান্দার বক্স’ ও ‘অ্যাভারেজ আসলাম’ নাটকের গল্পে রয়েছে বিশাল পার্থক্য। ‘সিকান্দার বক্স’ নাটকের সংলাপ ময়মনসিংহের স্থানীয় ভাষায় হয়েছিল, অন্যদিকে ‘অ্যাভারেজ আসলাম’-এ ঢাকাইয়া ভাষা ব্যবহার করা হয়েছে।
গতকাল দুপুরে শুটিংয়ের আগে রিহার্সেলে দেখা গেল, মোশাররফ করিম বারবার ভুল করে ঢাকাইয়া ভাষায় সংলাপ না দিয়ে ময়মনসিংহের স্থানীয় ভাষায় সংলাপ দিচ্ছেন। এতে বেশ নস্টালজিক হয়ে পড়ছিলেন নাটকের পরিচালকসহ ইউনিটের সবাই। তার পর সাগর জাহানের মুখে শোনা গেল, ‘আমরা মনে হয়, কেউই এখনো সিকান্দার বক্স থেকে বেরিয়ে আসতে পারছি না।’
দুপুর গড়িয়ে বিকেলে বাসার ছাদে শুরু হলো শুটিং। নাটকে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন জুঁই করিম ও জেনী। যাঁদের চরিত্রের নাম মারিহা ও পারিহা। তাঁরা দুজনেই গান-নাচ শেখেন অভিনেতা নিরঞ্জনের কাছ থেকে। এক বাসার ছাদে তাঁরা নাচ-গানের তালিম নিচ্ছেন অন্য বাসার ছাদ থেকে মোশাররফ করিম (অ্যাভারেজ আসলাম) তাঁদের তিরস্কার করছেন।
মোশাররফ বলছেন, ‘পারিহা ও মারিহা তোমরা তো ব্যাকডেটেড। তোমাদের ওস্তাদজি সেই হালাও লগে ব্যাকডেটেড।’ মোশাররফ করিমের সংলাপ দেওয়ার পরপরই জুঁই ও জেনী একসঙ্গে উত্তর দিলেন, ‘আমরা ব্যাকডেটেড?’ এমন সময় মোশাররফ করিমের জন্য এক কাপ চা হাতে নিয়ে ছাদে আসেন মোনালিসা। নাটকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম মুনমুন। মুনমুনের চায়ের প্রশংসা করেন আসলাম। তখনই সাগর জাহান বললেন, ‘কাট।’ এর পর পরের দৃশ্যের প্রস্তুতি নিতে শুরু করলেন সবাই।