নৌকায় উঠতে গিয়ে দুবার পড়ে গিয়েছিলাম : আনন্দ খালেদ
টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ আনন্দ খালেদ। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। ছবিটি আজ সারা দেশে ৪৩টি প্রেক্ষাগ্রহে মুক্তি পেয়েছে। ছবিতে নায়ক আরিফিন শুভর চরিত্রের নাম আবির ও আনন্দ খালেদের চরিত্রের নাম পাভেল।
আরিফিন শুভ বলেন, “সব রোমান্টিক ছবির সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ এক করা যাবে না। এই ছবিতে ভালোবাসার কথা মুখে বলা হয়নি, গভীর চাওয়ার অভিব্যক্তি দিয়ে বোঝানো হয়েছে। পুরো টিম ও আনন্দ খালেদ সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।”
প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত জনপ্রিয় অভিনেতা আনন্দ খালেদ। ছবির কাজের অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন : পাভেল চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলেছেন?
উত্তর : প্রথম ছবি প্রথম প্রেমের মতো। চরিত্রটি অনেক উপভোগ করেছি। আমি এখানে ছবির নায়ক আবিরের (আরিফিন শুভর) বন্ধু। আমাদের একটা ব্যান্ড থাকে। সেই ব্যান্ডের ম্যানেজার আমি। পুরো ছবিতে একটা জার্নি আছে। সেই জার্নিতে শুভর সঙ্গী আমি। শুভ আমাকে পাভলু ডাকে আর আমি ওকে আবু ডাকি।
প্রশ্ন : আপনি নিজেও তো একসময় স্টেজ শো করতেন। এখনো কি গান করেন?
উত্তর : না এখন আর সময় পাই না। আমার বাসায় কী-বোর্ড রয়েছে। মাঝে মাঝে বাজাই।
প্রশ্ন : আপনি কি অভিনেতা হতে চেয়েছিলেন?
উত্তর : না। আমি টুকটাক লেখালেখি করি। অভিনেতা না হলে হয়তো লেখক হতাম।
প্রশ্ন : ‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর : অনেক ভালো। একটা ঘটনা বলি। ছবির একটা দৃশ্যে ডিঙি নৌকাতে আমি আর শুভ উঠি। নৌকায় উঠতে গিয়ে পরপর দুবার পড়ে গিয়েছি। তৃতীয়বারের মতো আমরা সফল হই। শুভ অবশ্য শিহাব ভাইকে বলেছিল, ‘আনন্দ ভাই এই ছোট নৌকায় উঠতে পারবে না।’ ছবিটি শিহাব শাহীন অনেক ভালো বানিয়েছেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’,‘হৃদয়ের কথা’ ছবিগুলো যে রকম হিট হয়েছিল আশা করি এই ছবিটিও সেই রকম হবে। দর্শককে ভরপুর বিনোদন দেওয়ার মতো ছবি ‘ছুঁয়ে দিলে মন’।
প্রশ্ন : আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
উত্তর : মজার মজার চরিত্রে অভিনয় করছি। এ রকম চরিত্রে অভিনয় করে যেতে চাই।