বৈশাখ উদযাপনে পাবনা যাচ্ছেন সাজু খাদেম
অভিনয় ও উপস্থাপনায় পারদর্শী সাজু খাদেম প্রায়ই মজার মজার কৌতুক বলে লোক হাসান। আজ সন্ধ্যা সোয়া ৬টায় মৃণাল দত্তের প্রযোজনায় ‘শুভসন্ধ্যা’ অনুষ্ঠানের অতিথি হয়ে আসছেন তিনি। মৃণাল দত্ত বলেন, ‘আমাদের এবারের অতিথি সাজু খাদেম। শুভসন্ধ্যা অনুষ্ঠানটি অনেকদিন ধরে চলছে। আমরা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
‘শুভসন্ধ্যা’ ও পহেলা বৈশাখের ব্যস্ততা নিয়ে এই গুণী অভিনেতা কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘শুভসন্ধ্যা’ অনুষ্ঠানে অতিথি হয়ে কেমন লাগছে?
উত্তর : অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। আমার ভালোই লাগছে।
প্রশ্ন : এখন বিভিন্ন টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে আসার পর দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পান?
উত্তর : এখন আসলে আগের মতো আমরা সাড়া পাই না। নাটকেও সাড়া কম। দর্শক কমে গেছে। সবাই বাইরের চ্যানেল বেশি দেখছেন। তারপরও এখনো হয়তো অনেকেই দেশের চ্যানেল দেখেন। মাঝে মাঝে শুনি, ‘সাজু ভাই আপনাকে ওমুক অনুষ্ঠানে দেখেছি বা নাটকে দেখেছি।’ যারা দেখার তারা ঠিকই দেখে।
প্রশ্ন : বৈশাখে পাবনার কনসার্টে উপস্থাপনা করছেন। কেমন লাগছে?
উত্তর : বৈশাখে কী করব এটা অনেকেই জিজ্ঞাসা করছেন। আমি বলছি পাবনায় থাকব। তখন অনেকেই এটা শুনে আতঙ্কিত হচ্ছেন। তাঁদের ধারণা, এখনই আমার পাবনায় যাওয়ার দরকার পড়ল! পরে আমি বলেছি, আতঙ্কের কিছু নেই। আমি আনন্দ করতে যাচ্ছি। উপস্থাপনা করতে উপস্থিত বুদ্ধি অনেক প্রয়োজন। তার পাশাপাশি অনেক কিছু জানতে হয়। উপস্থাপনা অনেক উপভোগ করি। পাবনার কনসার্টটি অনেক উপভোগ্য হবে। আমার সঙ্গে শ্রাবণ্যও উপস্থাপনা করবেন।