বিচ্ছেদের পর সুজানার বৈশাখ উদযাপন
গত বছরের ১ আগস্ট সবার সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয় সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল সুজানা জাফরের। ৬ এপ্রিল তাঁদের বিচ্ছেদ হয়। বিয়ের আগে হৃদয় ও সুজানার বন্ধুত্ব ছিল চার বছর। দুজনের পারস্পরিক বোঝাপড়া না হওয়ায় এই বিচ্ছেদ—এমনটাই জানান হৃদয় খান। বিচ্ছেদের পর অসুস্থ ছিলেন সুজানা। এখনো তার রেশ কাটেনি। টানা এক সপ্তাহ ঘুমাতে পর্যন্ত পারেননি এই মডেল তারকা।
বাংলা নববর্ষ কীভাবে কাটল—জানতে চাইলে সুজানা বলেন, ‘বাংলা নববর্ষ পালন করা আমাদের ঐতিহ্য। বাংলা নববর্ষে সব পরিবার আনন্দে মেতে ওঠে। আমি কখনো বাংলা ও ইংরেজি নববর্ষগুলোতে বাইরে ঘুরতে বের হতাম না। বাসার সবাইকে সময় দিতাম। এবারে নববর্ষে মন অনেক বেশি খারাপ ছিল। সারা রাত নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, যাতে এই বছর আমার ভালো যায়। পুরো দিন ঘুমিয়ে কাটিয়েছি। বিকেলে আমার বোন শুভ্রার মেয়ে মাহির জন্য কেক আর উপহার নিয়ে গিয়েছিলাম। মাহিকে আমি অনেক পছন্দ করি। আমার মন খারাপ থাকলেও ওকে সেটা বুঝতে দিতে চাইনি। রাতে বোন-দুলাভাই-মাহির সঙ্গে খেয়েছি। উপহার পেয়ে মাহি অনেক খুশি হয়।’
নববর্ষে কোনো উপহার পেয়েছেন কি না—জিজ্ঞাসা করতেই সুজানা উত্তর দিলেন, ‘শাড়ি উপহার পেয়েছি। কিন্তু পরা হয়নি। মন খারাপ থাকলে কিছু ভালো লাগে না। দাওয়াতও পেয়েছি, কিন্তু কোথাও যেতে ইচ্ছা করেনি। তবে ভক্তদের শুভেচ্ছাবার্তাগুলো অনেক ভালো লেগেছে। তাঁরা যেমন আমাকে সম্মান করে ভালোবাসে, আমিও তাঁদের অনেক পছন্দ করি। ভক্তদের উদ্দেশে বলব, আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমি ভালো থাকি।’