গাড়িচাপায় হত্যা মামলা
দোষী সাব্যস্ত সালমান খান
সালমান খানের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অবস্থায় তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা কম। চূড়ান্ত রায়ে তাঁর সাজা ১০ বছর পর্যন্ত হতে পারে।
সালমান খানের ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, এ কথা ড্রাইভার অশোক সিং নিজে বললেও তা বিশ্বাসযোগ্য মনে হয়নি আদালতের কাছে। আদালতের মত, এ সময় স্টিয়ারিং হুইলের পেছনে সালমান খান নিজেই ছিলেন। সুতরাং, সে হিসেবে তাঁর বিরুদ্ধে আনীত সব ধরনের অভিযোগকেই সঠিক হিসেবে গণ্য করছেন আদালত। যেকোনো মুহূর্তেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষকে চাপা দিয়ে হত্যা করার অভিযোগ ছিল সালমানের বিরুদ্ধে। সালমানের দাবি, এ সময় তিনি নন-গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভার।
বাদী পক্ষের দাবি অনুযায়ী, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর জুহুর রেইন বার অ্যান্ড রেস্টুরেন্টে মদ গিলেছিলেন সালমান, আর সে অবস্থাতেই গাড়ি চালিয়ে রওনা দেন ম্যারিয়ট হোটেলের আশপাশ থেকে। বান্দ্রায় নিজের বাড়ি ফিরবার পথে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান তিনি, পুরো গাড়ি তুলে দেন আমেরিকান এক্সপ্রেস বেকারির পাশের ফুটপাথে ঘুমন্ত বস্তিবাসীর ওপর।