বিমর্ষ সালমান, পরিবারের আদালত প্রাঙ্গণ ত্যাগ
সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল সর্বমোট আটটি। এর মধ্যে সবচেয়ে কঠিন অভিযোগটি ছিল গাড়ি চালিয়ে মানুষ হত্যা। সব কয়টি অভিযোগই প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন সালমান খান। এই ঘোষণার পরই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
সালমান রয়ে গেছেন বিচারকক্ষে, এ সময় বিমর্ষ দেখাচ্ছিল তাঁকে। দোষী সাব্যস্ত হওয়ার পরপর সালমানের দুই ভাই আরবাজ ও সোহাইল আদালত থেকে বেরিয়ে আসেন। উৎসুক গণমাধ্যমকর্মীদের প্রচণ্ড চাপ এড়িয়ে তাঁরা নিজেদের গাড়িতে উঠে যান কোনো কথা না বলে। বেরিয়ে গেছেন আলভিরা, অর্পিতা ও পরিবারের অন্য সদস্যরাও। তাদের সবাইকেই অসন্তুষ্ট এবং বিষণ্ন দেখাচ্ছিল সঙ্গতভাবেই।
সালমান খানের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা কম। চূড়ান্ত রায়ে তাঁর সাজা ১০ বছর পর্যন্ত হতে পারে।
সালমান খানের ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, এ কথা ড্রাইভার অশোক সিং নিজে বললেও তা বিশ্বাসযোগ্য মনে হয়নি আদালতের কাছে। আদালতের মত, এ সময় স্টিয়ারিং হুইলের পেছনে সালমান খান নিজেই ছিলেন। সুতরাং, সে হিসেবে তাঁর বিরুদ্ধে আনীত সব ধরনের অভিযোগকেই সঠিক হিসেবে গণ্য করছেন আদালত। যেকোনো মুহূর্তেই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।