সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড 'সোলস' ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন গতকাল মঙ্গলবার (৬ জুন) তাদের লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই উপলক্ষে ঢাকার অভিজাত একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান ও প্রাক্তন কয়েকজন সদস্য।
সেখানে পার্থ বড়ুয়া জানান, ‘আজ আমরা লোগো উন্মোচন করব। এছাড়া দেশে ও দেশের বাইরে আমরা সুবর্ণজয়ন্তীর কনসার্টের পরিকল্পনা করেছি। যেটি আগস্টের পর থেকে শুরু হবে। পাশাপাশি অনেকগুলো গান করেছি সেগুলো একে একে ভিডিওসহ ছাড়ব।'
১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে সোলস ব্যান্ডের পথচলা শুরু। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে।
বর্তমানে ব্যান্ডে রয়েছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।