ঈদে এনটিভিতে ইয়াশ রোহান-টয়ার ‘স্টেশন’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘স্টেশন’ শিরোনামে নাটক।
ইয়াশ রোহান, মিহি আহসান ও মুমতাহিনা চৌধুরী টয়া অভিনীত নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকেশ বাবু এবং নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল।
নাটকের গল্প এমন— ইয়াশ রহমান একজন স্টেশন মাস্টার। রাতে স্টেশনে একটি চায়ের দোকানে চা খেতে খেতে টয়াকে দেখতে পায়। তারপর ইয়াস টয়ার কাছে জানতে চান এতো রাতে কেন সে স্টেশনে নামল। টয়া জানায়, জামালপুর যাচ্ছিল কিন্তু কোনো এক মায়ার টানে সে এই স্টেশনে নেমেছেন। পরে ইয়াশ টয়ার কাছে জানতে চান এতো রাতে কোথায় যাবেন। টয়া জানায় রাতটা থেকে সকালে চলে যাবে। পরে ইয়াস টয়াকে নিয়ে বাসায় যান। সেখানে গিয়ে টয়ার সাথে মিহির পরিচয় হয়। আর এই নাটকের বাকী অংশটুকু দেখতে চোখ রাখুন ঈদে এনটিভির পর্দায়।