ঈদের দিন শুনুন ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের সেরা ১৪ গান
আগামীকাল পবিত্র ঈদুল আযহা। ঈদের ছুটিতে অনেকেই নাড়ির টানে বাড়ি চলে এসেছে আবার কেউ বা বন্ধুদের সাথে ঈদের দিন কিভাবে কাটাবে তার পরিকল্পনা করে ফেলেছে। কিন্তু অনেকেই আছেন যারা বাড়ি যাচ্ছেন না বা ঈদের দিন কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করেন নি। হয়তো গতানুগতিক ছুটির দিন হিসেবেই দিনটি কাটাবেন। তারা চাইলে দিনের কিছুটা সময় “মহীনের ঘোড়াগুলি” ব্যান্ডের গান শুনে অবসর কাটাতে পারেন।
হয়তো ভাবছেন “মহীনের ঘোড়াগুলি” ব্যান্ডের গানই কেন শুনবেন? কারণ এই ব্রান্ডের গানগুলো জীবনমুখী, যার ফলে সমাজের প্রতিটি স্তরের মানুষ গানগুলোর সাথে নিজের বাস্তব অবস্থা মেলাতে পারে। তাই এই ব্যান্ডের গানগুলো এত জনপ্রিয়। সদ্য প্রয়াত তাপস দাস ওরফে বাপিদা, যিনি ছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য। তার মৃত্যুর পর আবার নতুন করে মহীনের ঘোড়াগুলির গান আলোচনায় এসেছে। তাই আপনি চাইলে ঈদের দিন এই ব্যান্ডের গান শুনে অবসর কাটাতে পারেন। তাই ঈদের দিন মহীনের ঘোড়াগুলি ব্যান্ডটির সেরা যে ১৪টি গান আপনি শুনতে পারেন-
৪. ৭ তলা বাড়ি
৬. চৈত্রের কাফন
৭. সারা রাত
৯. তোমায় দিলাম
১০. মানুষ চেনা দায়
১১. পাখিদের সুরে গান
১২. টেলিফোন
১৩. শুনো সুধীজন
সূত্র: আনন্দবাজার, উইকিপিডিয়া।