থাইল্যান্ডে বান্ধবী শ্রীময়ী, নেটিজেনদের জিজ্ঞাসা কাঞ্চন কোথায়?
অভিনেতা কাঞ্চন মল্লিকের বান্ধবী ও কলকাতার তারকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বর্তমানে থাইল্যান্ডে ঘুরছেন। সেখানে গিয়ে তিনি ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে তাকে বিকিনি পরিহিত অবস্থায় সমুদ্রের পাড়ে দেখা গেছে। তার সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন মন্তব্যে মেতেছেন নেটিজেনরা।
একদিকে শ্রীময়ীর রূপের প্রশংসা করছেন নেটিজেনরা। আর অন্যদিকে কেউ কেউ অভিনেতা কাঞ্চন মল্লিককে টেনে এনেছেন। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করছেন, ‘কাঞ্চনদা কোথায়?’ কেউ আবার তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছেন, ‘এই ছবিটি অসম্পূর্ণ। কাঞ্চন দাদা থাকলে ছবিটি সম্পূর্ণ হতো।’
যদিও এ সকল কোনো মন্তব্যরই পাল্টা জবাব দিতে দেখা যায়নি অভিনেত্রী শ্রীময়ীকে। তিনি একের পর এক ছবি আপলোড করেই যাচ্ছেন ইনস্টাগ্রামে।
সম্প্রতি অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে পরকীয়া সম্পর্কে নাম জড়িয়ে আলোচনায় আসেন কৃষ্ণকলি’খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী। যদিও এটি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। কাজের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন কাঞ্চন। তবে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিনেত্রীর সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠতা রয়েছে। আর শ্রীময়ীর কারণেই সংসার ভাঙছে তাদের দুজনের।