২০২৪ আমার শেষ : শ্রীলেখা
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। অনুরাগীদের সঙ্গে হর হামেশাই ভাগ করে নেন মনের কথা, রাগ, অনুরাগ, অভিমান,প্রেম, ভালোবাসা। এবার সরাসরি ফেসবুকে পোস্টে জানিয়ে দিলেন—২০২৪-ই আমার শেষ।
গতকাল বুধবার সকালে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে একটি মাত্র লাইন লিখেছেন শ্রীলেখা। তিনি লিখেছেন, ‘২০২৪-ই আমার শেষ!’ আর তাতেই রীতিমতো নেটিজেনদের একাংশ বেশ চিন্তিত। কিন্তু কেন? কী হয়েছে তার?
ভক্ত থেকে বন্ধু–সকলেই যখন শ্রীলেখার ওই পোস্টের কারণ জানার জন্য উঠেপড়ে লেগেছেন। কিন্তু অভিনেত্রী কোনো উত্তর দেননি। কমেন্ট জমেছে, জমেছে চিন্তাও।
অভিনেত্রী মানসী সিং তাকে প্রশ্ন করেন, ‘আর সিনেমা করবি না? ২৪-এই শেষ?’ অনেকেই আবার মনে করেছেন অভিনেত্রী বুঝি হতাশায় ভুগছেন। তাঁর শুভান্যুধায়ীদের মধ্যে একজন লিখেছেন, ‘শেষ মানেটা কী? সেটাই তো বুঝতে পারছি না। শেষ নয় বরং বলুন শুরু। আপনার অনেক কাজ ও লেখার দিকে তাকিয়ে রয়েছি। সব কিছু ভাল হবে।’