‘অসময়ে’র প্রিমিয়ার শেষে দর্শক : এই সময়ের গল্পে সেরা কন্টেন্ট
নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন তারকা, গণমাধ্যমকর্মী থেকে সাধারণ দর্শকরাও। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্স বঙ্গ প্রযোজিত ‘অসময়’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে এই কনটেন্টটির অভিনয় শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের পরিচিত অনেক মুখ।
শহীদুজ্জামান সেলিম বলেন, এই কাজটি দর্শকদের বিবেককে নাড়া দিবে। গল্পটি আমাদের চারপাশের। আমি সত্যি হ্যাপি হয়েছি এত সুন্দর কনটেন্ট দেখার সুযোগ পেয়ে।
চিত্রনায়ক ইমন বলেন, পুরো কনটেন্টটি দেখে আমি কোথাও অসংলগ্ন কিছু পায়নি। আসলে এমন ধরনের কনটেন্ট আমাদের সিনেমায় আসা উচিত। আমি অমির কাজে মুগ্ধ হয়ে গেলাম।
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, অমি যে এত ভালো গল্প বলতে পেরেছে সেটা অবিশ্বাস্য। সে চাইলেই গল্পটি সিনেমা বানাতে পারতো। দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি।
প্রযোজক ও নির্মাতা শাহীন কবির টুটুল বলেন, কোন রিভিউ দিতে চাইনা তবে এই কাজটি এক কথায় অসাধারণ। পরিচালক সাহেব চন্দন বলেন, মাইন্ড ব্লোইং কনটেন্ট। সব দর্শকদের দেখা উচিত।
রোজি সিদ্দিকী বলেন, সব শ্রেণির দর্শকদের এই ওয়েব ফিল্মটি দেখা উচিত। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কীভাবে বসবাস করছি, সবকিছুর উত্তর অসময়ে আছে।
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, সম্পর্কে অমি আমার বন্ধু, কিন্তু বন্ধু বলে বলছি না আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না চারপাশের বিভিন্ন ঘটনা নিয়ে সে এত দুর্দান্ত কন্টেন্ট বানিয়েছে।
চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন বলেন, ওয়েব নয় আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটি সিনেমা দেখলাম। যে সিনেমার গল্পগুলো আমাদের চারপাশে অহরহ ঘটে। কাজটিতে ভুল ধরার কোন জায়গা নেই।
গিয়াসউদ্দিন সেলিম বলেন, সুন্দরের চেয়েও বেশি সুন্দর হয়েছে অসময়। প্রতিটি চরিত্রই গল্পে মেলে ধরেছে। আমার বিশ্বাস দর্শক খুব উপভোগ করবেন।
দিনের শেষে আগত দর্শকদের প্রশংসা সূচক মন্তব্য অমিকে আবেগী করেছে। তিনি বলেন, আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে দর্শক কাজটি উপভোগ করবেন। আমি চাইবো যারা কাজটি দেখবেন তারা যেন তাদের কাছের মানুষদের কাজটি দেখার জন্য উৎসাহ দেন।
রুনা খান বলেন, দর্শক যেভাবে প্রশংসা করছেন মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক এবং ভালো একটি কাজ ক্যারিয়ারে যোগ হলো।
রায়হান রাফী বলেন, অমির কাজ বরাবরই এক্সক্লুসিভ হয়। অসময় তার ব্যতিক্রম নয়। শুরু থেকে আমি একটানে দেখে ফেলেছি। কোথাও একটু বোরিং ফিল করিনি। আমার বিশ্বাস সব শ্রেণির দর্শকদের কাজটি ভালো লাগবে।
দীপংকর দীপন বলেন, ওটিটিতে দেওয়ার আগে অসময় হলে দেওয়া উচিত। অমিকে আমি বলব তুমি অবশ্যই সিনেমা বানাও।
১৮ জানুয়ারি বঙ্গতে স্ট্রিমিং হতে যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। তারকাবহুল এ ফিল্মটিতে সমাজের এই সময়ের গল্পগুলো উঠে আসছে।
১ জানুয়ারি পোস্টার ও পরে ট্রেলার দিয়ে নজর কাড়ে ‘অসময়’। সমাজ ও এই সময়ের গল্প নিয়ে নির্মিত কমেডি ও কোর্ট রুম ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মটি মুক্তির আগেই প্রি-বুকিং শুরু হয়েছে।
তাসনিয়া ফারিণ ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।