শিল্পী সমিতির নির্বাচন
বাবার জন্য ভোট চাইলেন ডি এ তায়েবের মেয়ে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সকাল থেকে চলছে বাংলাদেশ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এবারের নির্বাচনে মিশা-ডিপজল পরিষদে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন ডি এ তায়েব।
এদিকে দেখা গেছে, শিল্পী সমিতির সামনের রাস্তায় শিল্পীদের কাছে ফুল দিয়ে বাবার জন্য ভোট চাইছেন তায়েবের মেয়ে টুনটুন। বাবা জয়ের কতটা আশাবাদী জানতে চাইলে টুনটুন বলেন, আমার বাবা ডি এ তায়েবের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং বিপুল ভোট জয়ী হবে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা৩০ মিনিটে অভিনেতা ডা. এজাজের ভোট প্রদানের মাধ্যমে শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৩০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়।
২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।
এর মধ্যে সভাপতি পদে লড়ছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।