লোকসভা নির্বাচন : ২০২৪
ভোটের মাঠে তারকা প্রার্থীরা
প্রতি নির্বাচনে কয়েকজন তারকা প্রার্থী রাজনৈতিক লড়াইয়ে নামেন। এবারও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির টিকিটে ভোটে লড়ছেন ছোট ও বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীরা।
দেব বনাম হিরণ
পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী করেছে বর্তমান সাংসদ দেব ওরফে দীপক অধিকারীকে। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী মেদিনীপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
দেব ও হিরণ বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা। দুজনই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। দিনক্ষণ ঘোষণার আগে দুই অভিনেতাই নেমে পড়েন ভোটের প্রচারে।
লকেট বনাম রচনা
পশ্চিমবঙ্গের অন্য যে কেন্দ্রে অভিনয় জগতের দুই ব্যক্তিত্ব মুখোমুখি, সেটি হুগলি। এই কেন্দ্র থেকে জিতে গতবার সাংসদ হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার তার প্রতিদ্বন্দ্বী একসময়ের নায়িকা, এখন ছোট পর্দার জনপ্রিয় শো সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন।
প্রার্থী হিসেবে লকেটের নাম আগেই ঘোষণা করেছে বিজেপি। লকেট ও রচনা একই সিনেমাতে অভিনয় করেছেন। সমসাময়িক এই দুই অভিনেত্রীর সম্পর্ক ভালো। স্থানীয় গণমাধ্যমে রচনা বলেন, পরস্পরের প্রতি সম্মান রেখে রাজনীতির লড়াই হবে।
যাদবপুরে সায়নী
কলকাতার দক্ষিণ শহরতলির অভিজাত কেন্দ্র যাদবপুর। এখান থেকে ঘাসফুলের টিকিট জিতেছেন শিল্পী কবীর সুমন থেকে ইতিহাসবিদ সুগত বসু। সেই কেন্দ্রে টিকিট পেয়েছেন বড় ও ছোট পর্দার পরিচিত মুখ সায়নী ঘোষ।
অভিনেত্রী হলেও এখন রাজনীতিতে অনেকটা সময় দেন সায়নী। যুব তৃণমূলের সভানেত্রীর পদে আছেন তিনি। টিকিট পেয়ে নেমে পড়েছেন প্রচারে। জনসংযোগ চলাকালীন একেবারে দলনেত্রীর ভঙ্গিতে দোকানে ঢুকে পড়েন তিনি।
রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত রেস্তোরাঁ রয়েছে বারুইপুরে। সেখানে ঢুকে মোমো তৈরি করেন সায়নী।
মেদিনীপুরে মালিয়া
অভিনয় জগতের আরেক পরিচিত মুখ জুন মালিয়া পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য। এবার তাকে দিল্লির ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রচারে নেমে পড়েছেন জুন।
এরই মধ্যেই এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ শুরু করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী। এই কেন্দ্রে বর্তমান সাংসদ বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গত ১৬ মার্চ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জুনের সমর্থনে সভা করেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য তারকা
পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বড় যে তারকা লড়াইয়ে রয়েছেন, তিনি শত্রুঘ্ন সিনহা। পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রের বর্তমান সাংসদ এবারও তৃণমূলের টিকিটে লড়ছেন।
বাংলা সিনেমার আরেক সাবেক নায়িকা শতাব্দী রায় এবারও ঘাসফুলের প্রার্থী বীরভূম কেন্দ্রে। সদ্য পদত্যাগী পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ছোট পর্দার পরিচিত মুখ। তিনি তৃণমূলের টিকিটে লড়ছেন মালদা উত্তর কেন্দ্র থেকে।
বাংলা চলচ্চিত্র জগতের এই সময় দুই শীর্ষ অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীকে এবার ভোটের লড়াইয়ে দেখা যাবে না।
সূত্র : ডয়চে ভেলে