জনপ্রিয় দক্ষিণী নির্মাতা সংগীত শিবান আর নেই
জনপ্রিয় মালয়ালাম পরিচালক ও চিত্রগ্রাহক সংগীত শিবান মারা গেছেন। গতকাল বুধবার (৮ মে) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
এশিয়ানেট নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (৮ মে) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে সংগীত শিভান মারা যান। অসুস্থতার জন্য ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সংগীত শিবানের মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই নির্মাতা সন্তোষ শিবান। চলচ্চিত্র নির্মাতা শিবনের জ্যেষ্ঠ পুত্র সংগীত। মালয়ালম এবং হিন্দি সিনেমাতে তার অবদান অপরিসীম।
সংগীত শিবান ১৯৯০ সালে রঘুবরণ ও উর্বশী অভিনীত মালয়ালাম সিনেমা ‘বিয়োম’ দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। তবে তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘যোদ্ধা’ ব্লকবাস্টার হিট হয়েছিল।
এরপর সংগীতকে আর ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি পরিচালনা করেছেন ‘গন্ধর্বম’ ও ‘জনি’র মতো হিট সিনেমা। মালয়ালম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন সংগীত। তার পরিচালিত প্রথম হিন্দি সিনেমা ‘জোর’। পরবর্তীতে কেয়া কুল হ্যায় হম, আপনা স্বপ্না মানি মানি, ইয়ামলা পাগলা দিওয়ানা ২ ও ক্লিক-এর মতো হিন্দি সিনেমা পরিচালনা করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালে তার ‘ভ্রম’ সিনেমা হিন্দিতে মুক্তি পায়।
সঙ্গীত শিবনের মৃত্যুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন রীতেশ দেশমুখ, তুষার কাপুরের মতো অভিনেতারা।
রিতেশ দেশমুখ এক্স (টুইটার) এ লিখেছেন, ‘সংগীত শিবন স্যার আর নেই, একথা জেনে আমি হতবাক, ভীষণই দুঃখ পেয়েছি। একজন নবাগত হিসেবে আপনি যা চান তা হলো কেউ আপনাকে বিশ্বাস করুক এবং একটা সুযোগ গ্রহণ দিক। .. কেয়া কুল হ্যায় হাম এবং আপনা স্বপ্না মানি মানির জন্য তাঁকে আমার ধন্যবাদও যথেষ্ঠ নয়। মৃদুভাষী, ভদ্র ও চমৎকার একজন মানুষ ছিলেন তিনি। তাঁর পরিবার ও প্রিয়জন, স্ত্রী, সন্তান, ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। তোমাকে মিস করব দা! আর মিস করব তোমার সেই হাসি!! শান্তিতে থেকো...।'
তুষার কাপুর লিখেছেন, ‘আমি এখন ঠিক কী অনুভব করছি তা বর্ণনা করতে পারব না…। তাঁর মতো পরামর্শদাতা খুব কমই আছেন। তিনিই এমন একজন যিনি আমাকে #KyakoolHainHum-এর মাধ্যমে কমেডির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি আর নেই! সংগীতজি, আমি সম্প্রতি আপনার সঙ্গে আবার কাজ করার মতো সম্মান পেয়েছি কিন্তু এই খারাপ খবরটি মানতে আমার অনেক সময় লাগবে! শান্তিতে থাকুন। আপনাকে মিস করব সঙ্গীত শিবন রত্ন।’
সূত্র: হিন্দুস্তান টাইমস