সেভ আওয়ার স্টুডেন্টস : আয়মান সাদিক
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। এক দফা এক দাবিতে রাজপথের আন্দোলনে শিক্ষার্থীরা। আর আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতে থেমে নেই তারকাদের ফেসবুক টাইমলাইন। সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা।
এবার চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বুধবার দিবাগত রাতে নতুন করে পোস্ট দিলেন আয়মান সাদিক। এবার ফেসবুকে কালো ব্যানার শেয়ার করে তিনি লিখেছেন, ‘সেভ আওয়ার স্টুডেন্টস’
গত ১৫ জুলাই আয়মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাক্তাক্ত লোগো পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’
প্রসঙ্গত, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের আন্দোলনে নিহত ছয়জনের গায়েবানা জানাজা হয়েছে। এ সময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।