‘ঢাকা অ্যাটাক’ নির্মাতার বিব্বাহ-বিচ্ছেদ
আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার নির্মাতা দীপংকর দীপন বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সেরেছেন। স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে পারস্পরিক সমঝোতায় একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে তাঁরা আলাদা হয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।
দীপন লিখেছেন এভাবে, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই, পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।’
নির্মাতা এটুকুও অনুরোধ করেছেন সবার প্রতি, ‘বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনও প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’
প্রায় কাছাকাছি সময়ে সোশ্যাল হ্যান্ডেলে চটজলদি প্রতিক্রিয়াও দিয়েছেন সংযুক্তা। এ ক্ষেত্রে তাকে বেশ কঠোর কিংবা অভিমানী মনে হলো। তিনি প্রাক্তনের নাম প্রকাশ না করে বলেছেন, ‘তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে। কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীন ভাবে হত্যা করেছো। অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছো। আমার দৃষ্টিকে টেনে হিঁচড়ে কালো দেয়ালে শূলবিদ্ধ করেছো। তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয়, তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না। সত্যিই না।’
সংযুক্তার প্রতিক্রিয়ায় স্পষ্ট, তিনি ক্ষমাহীন অনড়। যদিও দীপনের বিরুদ্ধে এখন তো নয়ই, কখনোই সে অর্থে নির্দিষ্ট কোনও অভিযোগ দাঁড় করাননি। মাঝে এক নায়িকাকে ঘিরে খানিক অস্বস্তি প্রকাশ ছাড়া। সম্ভবত সেটিও, প্রাক্তনের প্রতি এক ধরনের সমীহ প্রকাশ।